আমার তুমি যখন আমায় ছেড়ে
বহু দূরে ভিন দেশে,
তোমার আমাকে তোমার কাছে পৌঁছতে
কত্তো কাঠ খড় হবে পোড়াতে,
লাগবে পাসপোর্ট,ভিসা আরো কত্তো কি ?
তোমার সরল ভালোবাসা এতো কিছু বোঝে কি ?
তোমার সেই ফেলে আসা ধুলোমাখা শহরটা –
একরাশ বেদনা নিয়ে জেগে -সেই কলকাতা,
যাকে তুমি খুব খুব ভালোবাসতে,
যার জন্য অন্য শহরে পারো নি যেতে,
আজ হঠাৎ তোমার মন গিয়েছে বদলে ।
তাইতো কঠিন বাস্তবে দাঁড়িয়ে,সব কিছু ফেলে,
পাড়ি দিয়েছো সুদূর বিদেশে,
ঘর বাড়ি সব কিছু থেকে দূরে ,বহূ দূরে।
Advertisements