সুযোগ পেলেই লিখতে বসি,
কাজে দিই ফাঁকি ।
মনটা শুধু সময় খোঁজে,
লিখবো কখন কাজের ফাঁকে ।
সবার মন চুরি করে রাখবো সযতনে,
সেসব কিছু ফুটিয়ে তুলবো আমার কলমে।
রাস্তার ধারের আগাছাগুলো –
দেখেও তোমরা দেখো না,
তাদের সাথে আমার লিখার কথা গুলো-
শুনে হিংসা যেন করো না।
চুরি করবো তোমার সব দুঃখ,
লিখাতে রেখে যাবো সাময়িক সুখ।
অলীক স্বপ্ন দেখাবো না।
আমার লিখার আছে সে ভাবনা।
তোমরা যতই বলো আমায় –
মনচোর, সময়য়চোর,
আমিও বলে যায় –
আমার লিখার আছে অনেক জোর।
Advertisements